রাজশাহী বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫১

রাজশাহী বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫১

রাজশাহী বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবারবিভাগের নওগাঁ জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য। তিনি জানান, এ পর্যন্ত সর্বোচ্চ ১৫০ জন মারা গেছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৯ জন, নাটোরে পাঁচজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার বিভাগে নতুন ১৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬১ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৩ জন, জয়পুরহাটে তিনজন এবং সিরাজগঞ্জে ১৭ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৫৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৫১৩ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৫১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৮৮ জন, নওগাঁয় এক হাজার ১২২ জন, নাটোরে ৮২৭, জয়পুরহাটে ৯১১, সিরাজগঞ্জে ১ হাজার ৮৯৯ জন এবং পাবনায় ৯৮১ জন শনাক্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিভাগের ৯৯ জন রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ৪৮ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ৪০ জন, নওগাঁর আটজন এবং সিরাজগঞ্জের তিনজন করোনাভাইরাস জয় করেছেন।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১২ হাজার ৪০০ জন। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৯৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২৬ জন, নওগাঁর এক হাজার একজন, নাটোরের ৫৫৮ জন, জয়পুরহাটের ২২৩ জন, বগুড়ার ৫ হাজার ৩৯৯ জন, সিরাজগঞ্জের ৯৭০ জন এবং পাবনায় করোনামুক্ত হয়েছেন ৮৪৭ জন।

মতিহার বার্তা ডট কম-২৮ আগষ্ট ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply