বান্দরবানে বসতঘরে বন্যহাতির তাণ্ডব, নারীর মৃত্যৃ

বান্দরবানে বসতঘরে বন্যহাতির তাণ্ডব, নারীর মৃত্যৃ

বান্দরবানে বসতঘরে বন্যহাতির তাণ্ডব, নারীর মৃত্যৃ

অনলাইন ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় বসতঘরে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। এ সময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম আশফিয়া বেগম (৬৪)।

মঙ্গলবার ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশফিয়া বেগম একই এলাকার মৃত তালকুদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারীপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করেছে। এ সময় পালাতে গিয়ে বন্যহাতি পায়ের নিচে পিষ্ট হয়ে আশফিয়া বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে।

ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আলম বলেন, সরই ইউনিয়নে বন্যহাতির কয়েকটি দল আশ্রয় নিয়েছে। বন্যহাতিরা প্রতিদিনই মানুষের ঘরবাড়ি এবং ফসলি জমি লণ্ডভণ্ড করছে।

লামা বন বিভাগের কর্মকর্তা এসএম কায়ছার বলেন, বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে। মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। যুগান্তর

মতিহার বার্তা ডট কম: ০১ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply