রাজশাহীর দুই ল্যাবে ৩৪ জনের করোনা শনাক্ত

রাজশাহীর দুই ল্যাবে ৩৪ জনের করোনা শনাক্ত

রাজশাহীর দুই ল্যাবে ৩৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী দুটি ল্যাবে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট হয়।

এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ২৯ জন। আর রামেক হাসপাতালে শনাক্তের সংখ্যা পাঁচজন। রাতে দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীতে থাকা ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতালের চারজন রোগী ও একজন কর্মীর করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং জয়পুরহাটের ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

দুই ল্যাবে রাজশাহীর নতুন ১৪ জন শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ৬৪১ জন। এর মধ্যে ৩ হাজার ৩২৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪২ জন।

চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা এখন এক হাজার ৭১৭ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৫৫১ জন। মারা গেছেন ১২ জন। আর জয়পুরহাটে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯৭৮ জন। এ জেলায় ২২৯ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয়জন।

মতিহার বার্তা ডট কম: ০৫ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply