রাজশাহী নগরীতে মৃত সন্দেহ জীবিত চোর উদ্ধার

রাজশাহী নগরীতে মৃত সন্দেহ জীবিত চোর উদ্ধার

রাজশাহী নগরীতে মৃত সন্দেহ জীবিত চোর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী নগরীর একটি ডোবা থেকে তুহিন (৩৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে সাধারন জনতা ও পুলিশ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকাল ১০ টার দিকে নগরীর শালবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

তার পিতার নাম সোহরাব আলী। তুহিন পাওয়ার হাউজ মোড়ের একটি ভাংড়ির দোকানে কাজ করেন। পুলিশ ধারণা চুরি করতে গিয়ে তুহিন ডোবার নোংরা পানিতে পড়ে বেহুশ হয়ে পড়েছিলো।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মুনীর বলেন, যে এলাকা থেকে তুহিনকে উদ্ধার করা হয়েছে তার পাশেই সড়ক ও জনপথ বিভাগের একটি কার্যালয়।

সেখানকার কর্মকর্তারা বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় তাদের এখানে চুরি করতে যাওয়ার সময় ডোবার পানিতে পড়ে বেহুশ হয়ে যায় তুহিন । তবে তুহিনের সম্পর্কে খোঁজ নিয়ে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি বলেন, তুহিন একজন মাদকসেবী। আপাতত তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

মতিহার বার্তা ডট কম: ০৭ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply