রাজশাহী বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল

রাজশাহী বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল

covid-19 coronavirus background with microscopic red virus

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল। তবে এরই মধ্যে ১৫ হাজার আক্রান্ত ব্যক্তি করোনা জয় করেছেন। আর মারা গেছেন ২৮৫ জন।

সোমবার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য।

তিনি জানান, রোববার বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে একজন মারা গেছেন নওগাঁয়। আরেকজনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এ জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৮ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

রোববার বিভাগে নতুন ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৫ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহী জেলায় ১১ জন, চাঁপাইনবাবগঞ্জে নয়জন, নওগাঁয় একজন, জয়পুরহাটে ১৬ জন এবং সিরাজগঞ্জ ও পাবনায় ১০ জন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ছয়জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ১৯৫ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৭৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন, নওগাঁয় এক হাজার ২৩৮ জন, নাটোরে ৯৩১ জন, জয়পুরহাটে এক হাজার ৪০ জন, সিরাজগঞ্জে ২ হাজার ২৮ জন এবং পাবনায় এক হাজার ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

রোববার রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ২৯২ জন। এর মধ্যে রাজশাহীর ২৯ জন, বগুড়ার ৬২ জন, নওগাঁর ১০ জন, নাটোরের চারজন, জয়পুরহাটের ১১০ জন, সিরাজগঞ্জের ৬৩ জন এবং পাবনার ১৪ জন করোনা জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৬৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ৯৬ জন, নাটোরের ৭২১ জন, জয়পুরহাটের ৩৪০ জন, বগুড়ার ৬ হাজার ১৯৯ জন, সিরাজগঞ্জের এক হাজার ৪৭৪ জন এবং পাবনার ৯৬৭ জন করোনামুক্ত হয়েছেন।

রাজশাহীর দুটি ল্যাবে ৫১ জনের করোনা শনাক্ত : রাজশাহী দুটি ল্যাবে ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট হয়। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ৪০ জন। আর রামেক হাসপাতালে শনাক্তের সংখ্যা ১১ জন। দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীতে থাকা ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১ টি নমুনার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। এর মধ্যে তিনজন হাসপাতালের কর্মী ও দুইজন রোগী। এছাড়া একজন র‌্যাব সদস্য, নগরীর তিন এলাকার তিনজন এবং জেলার গোদাগাড়ী উপজেলার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে মোট ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন, জয়পুরহাটের ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের নয়জন এবং পাবনার ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

দুটি ল্যাবে রাজশাহীর নতুন ১৪ জন শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন চার হাজার ৭৬৮ জন। এর মধ্যে ৩ হাজার ৬০৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪২ জন।

মতিহার বার্তা ডট কম: ১৪ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply