সরকারিভাবে ৮ আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত হবে

সরকারিভাবে ৮ আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত হবে

সরকারিভাবে ৮ আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত হবে

মতিহার বার্তা ডেস্ক: প্রতি বছর ৮ আগস্ট ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী’ উদযাপন ও দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রে ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, তথ্য মন্ত্রণালয় এ প্রস্তাব পাঠায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়ন করবে। দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে।

জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকগুলোকে ‘ক’ শ্রেণিতে রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মতিহার বার্তা ডট কম: ১৪ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply