অজুফার রচিত ক্ষনিকের দূনিয়া

অজুফার রচিত ক্ষনিকের দূনিয়া

কবি অজুফা খাতুন : যখন দরজা খানি বন্ধ করে সবাই চলে যাবে,

প্রতিনিধি হয়ে শুধু দুজন কাছে রবে। ঘুট ঘুটে সেই অন্ধকারে কিছুই ছোখে পড়েনারে

সেই খানেতে দুজন মিলে করবে কিছু ছল,ওরে আমার লক্ষি সোনা এ বারেতে বল।

অনেকদিন তো হয়ে গেল গিয়েছিলি ভ্রমনে,সেই খানেতে দিন গুলো তুই কাটাইলি কেমনে।

অনেক ছিল সঙ্গী সাথী অত্মীয় স্বজন,তাহারাইবা কেমন করে করল সম্বোধন।

ছিল কেবা আপন জনা কেইবা ছিল পর,কেমন করে বেধে ছিলি তাদের সাথে ঘর।

ক্ষনিকের এই দুনিয়াতে পাঠান মানুষ ডিগ্রি নিতে,রেজাল্ট ভালো হলে পাবে ভালো পুরস্কার,

নইলে সে তো পাবে শুধু নির্মম অবিচার,চারিদিকে শুধু অন্ধকার।

যুগে যুগে পাঠান খোদা নবী ও রাসুল,পরশ মনির ছোয়ায় বান্দা করবেনা কেও ভুল।

পথ দেখাতে দিলেন খোদা পাক কোরানের বানী ভ্রান্ত পথে বান্দা যেন না হয় পেরেশানি।পাশ ফেলের

সব ব্যাবস্থাটাই বলে দিলেন খোদা,বেছে নেবেন বিষ খাবেন কি খাবেন বান্দা শোধা।আমরা মানুষ একটু করি হুস দুনিয়াটা

দুদিনের তরে যেতে হবে সকলেরে সব কিছু ছেড়ে।কেন এত লোভ,কেন এত খোভ,কেন শুধু ছুটোছুটি মরিচিকার পিছে

বুঝরেনা কেও চোখ বুজিলে সবি হবে মিছে। তাইতো বরে যায় অসান্তি আর নয় এই দুনিয়াই থাকতে হলে ভালো,

কবরেতে পেতে হলে আলো,সবাই মিলে মিশে একি সাথে বসে।হাদীস কোরান নিয়ে মোরা করবো আলোচন

থাকবেনা আর কারো মনে কোন বিড়ম্বনা ।ন্যায়ের পথে থাকবো মোরা,হবোনা কেও দিশেহারা

রইব একি সনে একাল ও কাল দু জাহানে শান্তি রবে মনে।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply