রাজশাহী বিভাগে একদিনে সর্বনিম্ন কোভিড রোগী শনাক্ত

রাজশাহী বিভাগে একদিনে সর্বনিম্ন কোভিড রোগী শনাক্ত

covid-19 coronavirus background with microscopic red virus

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে একদিনে সর্বনিম্ন ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার বিভাগের চার জেলায় তারা শনাক্ত হন। এর আগে শুক্রবার বিভাগের পাঁচ জেলায় সর্বনিম্ন ২৪ জন শনাক্ত হন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিভাগের রাজশাহীতে তিনজন, নাটোরে চারজন, বগুড়ায় ১০ জন এবং সিরাজগঞ্জে ছয়জন শনাক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও পাবনায় নতুন রোগী শনাক্ত হয়নি।

গতকাল শনিবার বিভাগে ৬৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ছয়জন, নওগাঁয় দুইজন, জয়পুরহাটে পাঁচজন, বগুড়ায় ২৪ জন, সিরাজগঞ্জে ২৫ জন এবং পাবনায় ছয়জন করোনা জয় করেছেন।

আগের দিনের মতো শুক্রবারও বিভাগে নতুন কোন রোগীর মৃত্যু হয়নি। বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ৩০৭ জন। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ১৮৬ জন মারা গেছেন। এছাড়া বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জন মারা গেছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৪৭ জন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৯৬ জন। বিভাগের আট জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪১১ জন।

মতিহার বার্তা ডট কম: ০৪ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply