রাজশাহী নগরীতে জমি বিক্রি করতে অস্বিকার করায়, এক নারীকে মসজিদ কমিটি’র হুমকি

রাজশাহী নগরীতে জমি বিক্রি করতে অস্বিকার করায়, এক নারীকে মসজিদ কমিটি’র হুমকি

রাজশাহী নগরীতে জমি বিক্রি করতে অস্বিকার করায়, এক নারীকে মসজিদ কমিটি’র হুমকি

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর হাদির মোড়ে অবস্তিত খাদেমূল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদরাসা কমিটির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ও জমির মালিক মোসাঃ মিনা বেগম (৩৫) বাদি হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে রানীনগর হাদির মোড় খাদেমূল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদরাসার সভাপতি মোঃ হাফিজুল হক (হ্যাপি) ও সাধারণ সম্পাদক মোঃ রিপন, জমির মালিক মিনা বেগমকে মসজিদে ডেকে পাঠান।

পরে তিনি উপস্থিত হলে, কমিটির লোকজন মিনা বেগমের জমি ক্রয় করবে বলে জানান। মিনা বেগম জমি বিক্রি করতে রাজি না হলে, সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, তার উপর চাপ সৃষ্টি করেন। এ সময় তারা বলেন জমি বিক্রি না করলে তোমার চলাচলের একমাত্র রাস্তা আমরা বন্ধ করে দেবো বলেও হুমকি প্রদান করেন তারা।

মিনা বেগম জানান, আমার বাবার দিয়ে যাওয়া ৭ ছটাক জমিতে কাঁচা টিনসেড ঘর নির্মাণ করে কোনো রকম বসবাস করছি। এছাড়া আমার বাবা মৃত কোরবান আলী এ মসজিদের মোয়াজ্জেম ছিলেন। আমরা খুব গরিব মানুষ মসজিদ কমিটি লোকজন দীর্ঘদিন থেকে আমার এই ৭ ছটাক জমি জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রিপন বলেন, মসজিদের সার্থে মিনা বেগমকে ১০ লাখ টাকা মুল্যে দিয়ে জমিটি ক্রয় করতে চেয়েছিলাম। তবে চাপ সৃষ্টি’র কথা তিনি অস্বিকার করেন।

 মতিহার বার্তা ডট কম – ১৬ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply