রাজশাহী মহানগরীতে মাদকাশক্ত চোরকে ভয়ে ছেড়ে দিল পুলিশ !

রাজশাহী মহানগরীতে মাদকাশক্ত চোরকে ভয়ে ছেড়ে দিল পুলিশ !

রাজশাহী মহানগরীতে মাদকাশক্ত চোরকে ভয়ে ছেড়ে দিল পুলিশ !

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে বাই-সাইকেল চুরি করার সময় হাতেনাতে এক চোর (২৫)কে আটক করেছে জনতা। এ সময় ২৫/৩০ জন যুবক মিলে গণধোলাই দেয় চোরকে। পরে এক দোকানী ওই চোরকে ধরে নিয়ে যায় নিউমার্কেট পুলিশ ফাঁড়িতে। কিন্তু মাদকাশক্ত শুনেই চোরকে সাথে সাথেই ছেড়ে দেয় পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন নিউমার্কেটের সামনের মোবাইল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায় মোবাইল মার্কেটের সামনে ২০-২৫ জন যুবক মিলে এক যুবককে চড়, থাপ্পড়, লাথি, ঘুষি মারছে। প্রায় ১০-১৫ মিনিট ধরে পেটানোর পর এক দোকানী চোরকে বুকের কাপড় ধরে নিউমার্কেট ফাঁড়িতে নিয়ে যাচ্ছে।

তাকে জিজ্ঞাসা করলে সে বলে সাইকেল চুরি করছিলো এই চোর। তাই তাকে ফাঁড়িতে দিতে যাচ্ছি। তার পিছু পিছু ফাঁড়িতে প্রবেশ করে যা দেখা গেল, তা হলো: প্রথমে চোর ফাঁড়ির মেঝেতে শুয়ে পড়লো।

এ সময় ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা আতঙ্কিত হয়ে বললো, ভাই এই চোরকে নিয়ে বাইরে ছেড়ে দেন। সালা মরে গেলে জেল খাটতে হবে। এমনিতেই চাকরীর বয়স শেষ। শেষ বয়সে জেল খাটতে চাইনা। এই সময় চোরকে ধরে নিয়ে যাওয়া দোকানী তাকে ফাঁড়ির বাইরে নিয়ে এসে ছেড়ে দিল !

মতিহার বার্তা ডট কম: ২০ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply