পুঠিয়ায় আলোচিত রকি হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

পুঠিয়ায় আলোচিত রকি হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

পুঠিয়ায় আলোচিত রকি হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
নিহত রকি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় আলোচিত রকি হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করে পুঠিয়া থানার এসআই সইবুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলেন, পুঠিয়া থানাধিন কৈপুকুরিয়া গ্রামের মৃত আকবোর আলীর ছেলে (৫০) ও একই গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে (৩৮)।

এসআই সইবুর জানান, আলোচিত রকি হত্যা মামলার এজাহারভূক্ত আসামী ইসমাইল ও শহিদুল ২০১৮ সাল থেকে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।

শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কৈপুকুরিয়া গ্রামের একটি বিলে তারা আক্তগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীরা নিজ গ্রামের অত্যাচারী ব্যক্তি। তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।

শুক্রবার দুপুর ১টার দিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসআই সইবুর রহমান।
উল্লেখ্য, গত (৫ জুন ২০১৮) সালে রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে রকি (১৮) নামের এক যুবককে হত্যা করে পুঠিয়া থানাধিন ফুলবাড়ি বাজারের পাশে ফেলে যায় আসামীরা। এ ঘটনায় রকি’র মা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১৪ জনকে আসামী করা হয়। নিহত রকি কৈপুকুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মতিহার বার্তা ডট কম – ২৩ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply