রাজশাহীতে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে মানববন্ধন
রাজশাহীতে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষাথীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ৬০ মাস এবং বিডিএস কোর্সে ৪৮ মাস (পুরাতন কারিকুলাম) লাগে। আর ৬০ মাস (নতুন কারিকুলাম) নিয়মিত-অনিয়মিত কোন শিক্ষার্থীর কাছ থেকেই এর বেশি বেতন নেওয়া যাবে না। বন্ড সাইন দিয়ে শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নয়। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনা আক্রান্ত হলে, এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে। প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

মতিহার বার্তা ডট কম: ০৫ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply