রাজশাহী বিভাগে ৬ দিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যু

রাজশাহী বিভাগে ৬ দিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু
রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে ছয়দিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিভাগের বগুড়ায় তার মৃৃত্যু হয়। এর আগে ২৯ অক্টোবর রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে এখন মৃতের সংখ্যা মোট ৩২১ জন।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য সাংবাদিকদের করেছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৯৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন মারা গেছেন রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বিভাগে নতুন ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪১ জন। বিভাগে এখন আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২১ হাজার ২১৪ জন। এদের মধ্যে ১৯ হাজার ৯৬০ জন সুস্থ হয়েছেন। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন।

মতিহার বার্তা ডট কম: ০৫ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply