সাহস থাকলে পোশাক খুলে সামনে এসে দাঁড়ান, রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে বখাটের হুমকি

সাহস থাকলে পোশাক খুলে সামনে এসে দাঁড়ান, রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে বখাটের হুমকি

সাহস থাকলে পোশাক খুলে সামনে এসে দাঁড়ান, রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে বখাটের হুমকি
সাহস থাকলে পোশাক খুলে সামনে এসে দাঁড়ান, রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে বখাটের হুমকি

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে হেলমেট বিহিন মোটরসাইকেল থামানোর জন্য সার্জেন্ট শহীদকে মারমুখি আচারন করায় মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধা ৬টার দিকে নগরীর মতিহার থানাধিন তালাইমারী ট্রাফিক মোড় চত্বরে এ ঘটনা ঘটে।

আটককৃত ওই দুইজন যুবকের নাম: শুভ ও নাইম। তাদের বাড়ি নগরীর ভদ্রা ও শিরোইল কলোনী এলাকায়।

সার্জেন্ট শহিদ জানায়, হেলমেট বিহিন তিনজন যুবক মোটরসাইকেল যোগে কাজলার দিক থেকে সাহেব বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় তাদের থামানো হয়। এতে তারা ক্ষুদ্ধ হয়ে বলে, সাহস থাকলে পোশাক খুলে সামনে এসে দাঁড়ান। এছাড়াও তারা মারমুখি আচারন করে।

সার্জেন্ট আরো বলেন, আমি তাদের বুঝিয়ে বলি আজ চৌদ্দপায় এলাকায় আমাদের একজন পুলিশ সদস্য ট্রাকের চাপায় মারা গেছেন। কড়া নির্দেশ আছে ট্রাফি অমান্য করলেই ব্যবস্থা নেয়ার জন্য। অত্রএব আপনার নাম বলুন, হেলমেটের মামলা চিচ্ছি।

কিন্তু ওই যুবকরা কোনভাবেই তাদের নাম দিতে রাজিনা। পরে মতিহার থানা পুলিশের সহযোগীতায় তাদের আটক করে থানায় নেয়া হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত পালসার মোটরসাইকেল।

এ বিষয়ে ট্রাফিক আইনে মামলা দেয়া হবে বলেও জানান সার্জেন্ট শহিদ।

মতিহার বার্তা ডট কম: ০৯ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply