অনলাইন ডেস্ক: দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে আটক করা হল ‘শাহিনবাগের দাদি’ ৮২ বছরের বিলকিস বানোকে। শাহিনবাগের CAA বিরোধী আন্দোলনের তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ। মঙ্গলবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে যোগ দিলে তাঁকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, কদিন আগেই কৃষক বিক্ষোভে শামিল হওয়া এক বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখে অনেকেই বৃদ্ধাকে শাহিনবাগের দাদি বিলকিস বানো হিসেবে দাবি করেন। এমনকি সেই ছবি টুইটারে শেয়ার করে বক্রাত্মক উক্তি করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
কঙ্গনা টুইট করেন, “হাহাহা। ইনি তো সেই দাদি, যিনি টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে জায়গা করে নিয়েছিলেন সবচেয়ে প্রভাবশালী ভারতীয় হিসেবে। এঁকে ১০০ টাকার বিনিময় ভাড়া পাওয়া যায়।” কঙ্গনার এই টুইট দেখেই চটে যান নেটিজেনরা।
দুই বৃদ্ধা আলাদা। এটাই নিশ্চিত না হয়ে ভুল খবর ছড়ানোর অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও তড়িঘড়ি সেই টুইট ডিলিট করে দেন কঙ্গনা রানাউত। বিশেষ করে শাহীনবাগ আন্দোলনের এই দাবির সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য’ করায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাকে।
তবে এদিন কৃষকদের আন্দোলনে যোগ দিতে এসে আটক হন দাদি বিলকিস। বিলকিস বানো এদিন বলেছন, “আমরা চাষির মেয়ে। আমাদের কথা শুনতে হবে সরকারকে।” তাঁকে আটক করার স্ময় ব্যাপক হট্টগোল হয়। যদিও কেন তাঁকে আটক করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম: ০২ ডিসেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.