এসএম বিশাল: রাজশাহী নগরীতে অটোরিক্সা ছিনতায়ের সময় দুইজন ছিনতাইকারীকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
গতকাল ০২ ডিসেম্বর বুধবার ভোর ৪ টার দিকে হেতেমখাঁ কলাবাগানের সামনে এ ঘটনা ঘটে। আটক দুই ছিনতাইকারীর নাম মোঃ ফজর আলী (৩০) ও মোঃ আবেদ আলী (৩৮)।
পুলিশ জানায়, গতকাল ভোরের দিকে হেতেমখাঁ কলাবাগান এলাকা থেকে ওই দুইজন ছিনতাইকারী মেঃ সেলিম (৪০) নামের এক ব্যক্তির আটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে।
এ সংবাদ পাওয়া মাত্রই শেখপাড়া ফায়ার সার্ভিস মোড়ে এসআই ইফতেখার মোহাম্মদ আল-আমিন, এসআই মোঃ গোলাম মোস্তফা ও এএসআই রানা আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে এবং উপশহর ১নং সেক্টর এর মোড় থেকে অটোরিক্সাসহ তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় পাইপগান, ২টি বারার বুলেট ও একটি চাকু।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবার চন্দ্র বর্মন বলেন, গ্রেফকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ছিনতায়ের একাধিক মামলা রয়েছে। এ ঘটনা ছিনতাইসহ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
মতিহার বার্তা ডট কম: ০৩ ডিসেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.