অনলাইন ডেস্ক: একমাসে ওজন ও পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অভিযোগে ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী আঞ্চলিক কার্যালয়। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত নভেম্বরে এসব অভিযান চালানো হয়। রাজশাহী বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নভেম্বর মাসে রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় ভ্রামাম্যণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ওজন ও পরিমাপে কারচুপি, বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এবং ‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় মামলা দায়ের করা হয়।
অভিযান পরিচালনার সময় ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্যও প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সোনালী সংবাদ
মতিহার বার্তা ডট কম: ০৩ ডিসেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.