স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি আগামী ৬ ডিসেম্বর রোববার বার্ষিক সাধারণ সভা সফলতার সাথে আয়োজন করার জন্য সকল সদস্যকে আহ্বান জানান।
উপজেলার কমিটির শক্তিশালী করা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারি শফিকুজ্জামান শফিক। সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. লিয়াকত আলী, অধ্যক্ষ মাহমুদ হোসেন, মীর তৌফিক আলী ভাদু, সামাউল ইসলাম, আখতারুজ্জামান, ইউনিট অফিসার বাকী বিল্লাহ যুব সদস্য সোলাইমার রবি ।
মতিহার বার্তা ডট কম: ০৩ ডিসেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.