উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে রেড ক্রিসেন্ট ও রোটারী ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে রেড ক্রিসেন্ট ও রোটারী ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে রেড ক্রিসেন্ট ও রোটারী ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই
উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে রেড ক্রিসেন্ট ও রোটারী ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

এসএম বিশাল: রেড ক্রিসেট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট ও রোটারী ক্লাব রাজশাহী মেট্রোপলিটনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত (এমওইউ) হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে নগর ভবনে এমওইউ এর দাললিক কাগজপত্র রেড ক্রিসেট রাজশাহী সিটি ইউনিট চেয়ারম্যান ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজশাহীতে রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের উন্নয়ন, ভবন নির্মাণ, সরঞ্জামাদি প্রদান ও বিভিন্ন অনুষ্ঠানে সহায়তা প্রদানের জন্য দুই বছর মেয়াদী এই এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে রেড ক্রিসেন্টের পক্ষে সই করেছেন সিটি ইউনিটের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী এবং রোটারী ক্লাবের পক্ষে সই করেন সভাপতি তারিকুল করিম সেপ।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মোঃ রেজাউল করিম রাজু, সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কবি আরিফুল হক কুমার, ডা. এফএএম জাহিদ, প্রফেসর তানবিরুল আলম, রোটারী ক্লাবের সহকারী জেলা গর্ভনর শাহনাজ পারভীন শিল্পী, প্রাক্তন সভাপতি প্রদীপ মৃধা, মঞ্জুরুল আলম, নির্বাচিত সভাপতি সাইদুল হক প্রমুখ।

মতিহার বার্তা ডট কম: ০৮ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply