রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫৯জন

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫৯জন

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
covid-19 coronavirus background with microscopic red virus

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বিভাগের রাজশাহীতে ১১ জন, নাটোরে একজন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ৩৫ জন, সিরাজগঞ্জে দুইজন এবং পাবনায় নয়জন শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এর মধ্যে রাজশাহীর ১৯ জন, নওগাঁর ১১ জন, জয়পুরহাটের পাঁচজন, বগুড়ায় ১৬ জন এবং পাবনার একজন সুস্থ হয়েছেন। সোমবার বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৩৬ জন। এদের মধ্যে ২১ হাজার ১১০ জন সুস্থ হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭২১ জন কোভিড-১৯ রোগী।

মতিহার বার্তা ডট কম: ০৮ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply