রাজশাহী নগরীতে ওয়াসার পাইপ ফেটে হাটু জল: দুর্ভোগে পথচারী

রাজশাহী নগরীতে ওয়াসার পাইপ ফেটে হাটু জল: দুর্ভোগে পথচারী

রাজশাহী নগরীতে ওয়াসার পাইপ ফেটে হাটু জল: দুর্ভোগে পথচারী
রাজশাহী নগরীতে ওয়াসার পাইপ ফেটে হাটু জল: দুর্ভোগে পথচারী

এসএম বিশাল: রাজশাহী নগরীর তালাইমারীতে রাস্তার নিচের পাইপ ফেটে দ্রুত গতিতে পানি বেরিয়ে যাচ্ছে। এতে ট্রাফিক মোড় জিরো পয়েন্টে মহাসড়কসহ মতিহার থানার গলিতে ব্যপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি জনদুর্ভোগ বেড়েছে।

রাজশাহী নগরীতে ওয়াসার পাইপ ফেটে হাটু জল: দুর্ভোগে পথচারী

গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় নগরীর মতিহার থানাধিন তালাইমারী ট্রাফিকমোড়ে রাস্তার নিচের এই পাইপ ফেটে যায়।

গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট কতৃপক্ষকে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এই রাস্তার পাশে একাধিক খাবার হোটেল, ভ্যরাইটি স্টোর ও ওষুধের দোকানের সামনে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছে ক্রেতারা, দোকানীরারা ও সাধারন পথচারীরা।

মোড়ের একাধিক দোকানীরা বলেন, করোনামহামারির কারনে বেঁচা বিক্রি কম। তার উপর পাইপ ফেটে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে কাস্টমার তেমন একটা আসছেনা দোকানে। সকালে ওয়াসা অফিসে ফোন দেয়া হয়েছে, তারাও কোন ব্যবস্থা নিচ্ছেন না। আফসোস করে বলেন, দেখা যাক কখন তাদের মর্জি হয়। অটো চালক খেজাউল বলেন, রাস্তায় এতই বেশি পানি জমেছে যে, অটোর চাকা পুরোটাই ডুবে যাচ্ছে।

এমনিতেই মতিহার থানার গলির রাস্তা সরু। আবার রাস্তার পাশে রয়েছে ড্রেন। বিভিন্ন স্থানে ড্রেনের ঢাকনাও ভাঙ্গা তাই অটো চালাতে হচ্ছে সাবধানে।

জানতে চাইলে রাসিক ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আশরাফুল হাসান বাচ্চু বলেন, বিষয়টি আমি জেনেছি। রাস্তায় ব্যপকহারে পানি জমেছে। এতে জন দুর্ভোগ বেড়েছে। তিনি আরও বলেন ওয়াসার ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছি। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন বলেও জানান কাউন্সিলর।

মতিহার বার্তা ডট কম: ০৯ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply