এসএম বিশাল: রাজশাহী নগরীতে রেলের জমি দখল করে বেড়া নির্মানের অভিযোগ উঠেছে রেলওয়ের পশিচামাঞ্চল সিএসটি বিভাগের পিয়ন জামাদার নুরুজামান তালুকদার ও তার ছেলে শামীমের বিরুদ্ধে।
এনিয়ে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে রেলওয়ে কোয়ার্টারের অন্যান্য বাসিন্দারে মাঝে। আজ শুক্রবার জুম্মা নামাজের পর নগরীর ১৯ নং ওয়ার্ড রেলওয়ে কোয়ার্টারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের তোপের মুখে বেড়া খুলে দিতে বাধ্য হয় ওই জামাদার পিয়ন।
রেলের জমির পাশে দখলকারি নুরুজামান
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কোয়ার্টারে খোলামেলা জায়গা না থাকার কারনে ওই স্থানে যেকোনো বিয়ে-শাদীর অনুষ্ঠান,বাচ্চাদের খেলাধুলা, কোয়ার্টারের বসবাসরত মেয়েরা কাপড় শুকানোসহ প্রতিবেশীদের সাথে বসে গল্প করে। সামান্য খোলা জায়গায়টিতেও দখলের চেস্টা করছে নুরুজামান ও তার ছেলে মেসবাউল হোসেন শামীম।
এর পুর্বে আমরা একাধিকবার নিষেধ করলেও ক্ষমতার অপব্যবহার দেখায় তারা। কথায় কথায় পুলিশ নিয়ে এসে আমাদের ওপর চড়াও হয় বাপ ও ছেলে।
আজ মসজিদ থেকে নামাজ শেষে ফেরার পথে দেখা যায় আবার জমিটি বেড়া দিয়ে দখলের চেষ্টা করছে। এসময় উত্তেজিত স্থানীয় যুবকরা তা প্রতিহত করে।
জানতে চাইলে নুরুজামান তালুকদার বলেন, খোলা জায়গাটি আমি একটি বাগান করার চিন্তাভাবনা করেছিলাম। তবে রেলের জমি লিজ নিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের লিজের প্রয়োজন হয়না। ফাঁকা জায়গা তাই গাছ লাগালে ছাগল যেন না খেতে পারে তাই বেড়া দেয়া।
মতিহার বার্তা ডট কম: ১১ ডিসেম্বর ২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.