বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের প্রতিবাদ জানালেন রাজশাহীতে কর্মরত কর্মকর্তারা

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের প্রতিবাদ জানালেন রাজশাহীতে কর্মরত কর্মকর্তারা

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের প্রতিবাদ জানালেন রাজশাহীতে কর্মরত কর্মকর্তারা
বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতের প্রতিবাদ জানালেন রাজশাহীতে কর্মরত কর্মকর্তারা

নিজস্ব প্রতিদেক : রাজশাহীতে কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাতের তীব্র প্রতিবাদ জানালেন। ‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে আয়োজিত প্রতিবাদ ও আলোচনা সভা থেকে তারা এ ব্যাপারে প্রতিবাদ জানান।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করেন বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর।

বক্তারা বলেন, আমাদের মনের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রকাশ ঘটাতে এসেছি। সকলেই আজকে মনের টানে অস্তিত্বের, টানে মুক্তিযুদ্ধের, চেতনার বিশ্বাসে বঙ্গবন্ধু প্রতি ভালোবাসার টানে এসেছি। ৫২ সালের ৪ নভেম্বর শনিবার চারটি মূলনীতি প্রতিষ্ঠিত হয়। বাঙ্গালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এবং ধর্ম নিরেপেক্ষ এই বিষয়ে বঙ্গবন্ধু এক ঘন্টা ২৪ মিনিট বক্তব্য দিয়েছিলেন। এই সংবিধান চার মূলমন্ত্রের উপর। বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ একটি স্বাধীন সার্বভৌম দেশ ও দেশের মানুষ এখানে বসবাস করবে। আমরা মনে করি না চোরের দল রাতের অন্ধকারে একটি ভাস্কর্যে আঘাত করে বঙ্গবন্ধুর সম্মানকে হানি ঘটাতে পারে। এটা আমরা বিশ্বস করি না। কিন্তু এখানে চিন্তার বিষয় রয়েছে!

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, জেলা জজ মীর শফিকুল আলম, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, র‌্যাব-৫ এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহাফুজুর রহমান, জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ।

মতিহার বার্তা ডট কম: ১২ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply