রাজশাহীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

রাজশাহীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

রাজশাহীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
রাজশাহীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

মোহনপুর প্রতিনিধি: শনিবার (১২ ডিসেম্বর) রাজশাহীর মোহনপুর উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতা মহব্বতপুরের পালশা বিলে অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে শীত আর কুয়াশা উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও যানবাহনে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু ওই বিলে উপস্থিত হয়। এই সময় সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়সওয়াররা।

এমন আয়োজনে এলাকাবাসীর মাঝেও উৎফুল্লতা বিরাজ করে।রাজশাহী বিভাগেরবিভিন্নঅঞ্চলের জেলা-উপজেলা থেকে ঘোড়া নিয়ে এই আয়োজনে অংশ নিতে আসেন ঘোড়ার পেশাদার মালিকেরা। সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজন শেষ হয় বিকেল ৫টায়। হাজারো মানুষ মাঠে বসে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা উপজেলা হতে ৬০ জন অশ্বারোহী এ, বি, সি গ্রুপে তারা অংশগ্রহণ করে। তিন গ্রুপ হতে খেলা শেষে ১ম, ২য়, ৩য় স্থানসহ ৯ জনকে নির্বাচিত করা হয়।

তিন গ্রুপের প্রথম স্থান অধিকারকারী অশ্বারোহীর একটি করে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারকারী প্রত্যেক অশ্বারোহীর হাতে একটি করে স্মার্ট ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং তৃতীয় স্থান অধিকারকারী প্রত্যেক অশ্বারোহীর হাতে একটি করে বাটন ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ধূরইল ইউনিয়ন আওয়মী লীগের আয়োজনে ওইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, আগামী বছর আবারও এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার অন্যতম আয়োজক দোলোয়ার হোসেন বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি।এলাকায় এমন বিনোদনমূলক ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ প্রায় ৩০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিল। আশা করি সামনের বছরগুলো আরও বড় পরিসরে আয়োজন করতে পারবো।

দর্শনার্থী মিজানুর বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা জীবনে প্রথম দেখলাম। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আমিসহ পরিবারের সবাই এসেছিলাম। আমরা অনেক খুশি হয়েছি। এ রকম ঘোড়াদৌড় প্রতিযোগিতা যেন প্রতিবছর আয়োজন করা হয় এমন দাবি জানিয়েছেন অধিকাংশ দর্শনার্থী।

মতিহার বার্তা ডট কম: ১৩ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply