রুয়েটে প্রমাণীকরণ সফ্টওয়্যার সাবস্ক্রিপ্ট উদ্বোধন

রুয়েটে প্রমাণীকরণ সফ্টওয়্যার সাবস্ক্রিপ্ট উদ্বোধন

রুয়েটে প্রমাণীকরণ সফ্টওয়্যার সাবস্ক্রিপ্ট উদ্বোধন
রুয়েটে প্রমাণীকরণ সফ্টওয়্যার সাবস্ক্রিপ্ট উদ্বোধন

এসএম বিশাল: শিক্ষক এবং ছাত্রদের শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নিতে এবং গবেষণার উৎকর্ষ সাধনের লক্ষে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ Ithenticate Software এর বার্ষিক Subcription উদ্বোধন করেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ২১৭ নং কনফারেন্স রুমে Ithenticate Software এর বার্ষিক Subcription উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক গবেষনা ও সম্প্রসারন প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন প্রমুখ। এই কার্যক্রমটি রুয়েটের গবেষণা ও সম্প্রসারণের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এই সফটওয়্যারটির মাধ্যমে অনলাইনে বিভিন্ন কনফারেন্স পেপার এবং জার্নালের ডুপ্লিকেটিং রোধ করা যাবে এবং সেই সাথে পেপার সমূহের সাদৃশ্য কত শতাংশ তাও যাচাই করার সুবিধা এই সফটওয়্যারটিতে রয়েছে।

মতিহার বার্তা ডট কম: ১৯ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply