রাজশাহী বিভাগে এক দিনে করোনায় আরও একজনের মৃত্যু

রাজশাহী বিভাগে এক দিনে করোনায় আরও একজনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
covid-19 coronavirus background with microscopic red virus

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগের বগুড়ায় মৃত্যু হয় তার। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনাভাইরাসে ৩৬৪ জনের মৃত্যু হলো।

বুধবার (২৩ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২২২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিভাগে নতুন ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৩ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১০০ জন। এদের মধ্যে ২১ হাজার ৮২৩ জন সুস্থ হয়েছেন।

বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৩৯ জন।

মতিহার বার্তা ডট কম: ২৩ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply