কাটাখালীতে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

কাটাখালীতে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

কাটাখালীতে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ
কাটাখালীতে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

এসএম বিশাল: রাজশাহী নগরীর উপকন্ঠ মাসকাটাদিঘী স্কুল মাঠে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন কাটাখালী পৌরসভার মেয়র মো. আব্বাস আলী ও আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

রোববার বিকেল ৪টায় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি পুলিশ কমিশনার জনপ্রতি ১টি করে এক হাজার কম্বল প্রতিবন্ধি ও দুস্থদের হাতে তুলে দেন।

এর আগে প্রধান অতিথি পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, পুরো রাজশাহী নগরীতে পর্যায় ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ ও কিশোর গ্যাং নিমূর্লে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কোন প্রকার অপরাধের সাথে আপোষ নয়। মাদকের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে পুলিশ কমিশনার বলেন, মাদকের উপর পর্যায়ক্রমে অভিযান বেগবান করা হবে।

অনুষ্ঠানে সভাপতি মো. আব্বাস আলী বলেন, শীতের প্রকোপ রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষকে সহায়তা হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। কাটাখালী পৌরসভা এলাকায় সকল ছিন্নমূল মানুষকে পর্যায়ক্রমে শীতবস্ত্র কম্বল দেয়া হবে।

মাদকের উপর বিশেষ গুরুত্ব দিয়ে মেয়র তার বক্তব্যে বলেন, কাটাখালী থানা অঞ্চল মাদক প্রবন এলাকা। শহর থেকে মাদক সেবন করতে আসা মাদক সেবিদের উপর বিশেষ নজর রাখা হবে। আর এসব মাদক সেবি ও মাদক কারবারীদের ধরতে ও চিহ্নিত করতে প্রধান অতিথি আরএমপি পুলিশ কমিশনারকে পুরো কাটাখালী পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় নেয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানান মেয়র আব্বাস আলী।

মতিহার বার্তা ডট কম: ১৭ জানুয়ারী ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply