রাজশাহীতে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

রাজশাহীতে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

রাজশাহীতে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি
রাজশাহীতে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে রাজশাহীতে মহাসড়কে উল্টে গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি গাড়ি। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক সজিব হোসেন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও চারজন। এছাড়া মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারী) সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পালপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়িটি পুঠিয়া উপজেলার বেলপুকুর যাচ্ছিল। খবর এসেছিল- সেখানে দুর্ঘটনা ঘটেছে। তবে উদ্ধার কাজে ঘটনাস্থল যাওয়ার আগেই রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় পড়ে ফায়ার সার্ভিসের গাড়িটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ লিডার মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য গাড়িটি যেহেতু যাচ্ছিল, তাই গতি বেশি ছিল। সাইরেনও বাজছিল। হঠাৎ রাস্তার বামপাশ থেকে একটি মোটরসাইকেল সড়কে উঠে ফায়ার সার্ভিসের গাড়িতে ধাক্কা দেয়।

মোটরসাইকেলটিকে বাঁচানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু গতি বেশি থাকার সময় ব্রেক করার কারণে গাড়িটি সড়কে উল্টে যায় বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম: ২০ জানুয়ারী ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply