১৩১১৪ জন টিকা নিলেন রাজশাহী বিভাগে

১৩১১৪ জন টিকা নিলেন রাজশাহী বিভাগে

১৩১১৪ জন টিকা নিলেন রাজশাহী বিভাগে
১৩১১৪ জন টিকা নিলেন রাজশাহী বিভাগে

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে করোনাভাইরাসের টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রথম ও দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিন এ বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা বেশি। এ দিন টিকাদান কেন্দ্রগুলোতে রীতিমতো মানুষের ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তৃতীয় দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, তিন দিনে রাজশাহী বিভাগে মোট ২২ হাজার ১১৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে মঙ্গলবারই টিকা নিয়েছেন ১৩ হাজার ১১৪ জন। প্রথম দিন রোববার টিকা নিয়েছিলেন ৩ হাজার ৭৫৭ জন। আর সোমবার দ্বিতীয় দিনে টিকা নিয়েছিলেন ৫ হাজার ৬৪২ জন। মঙ্গলবার টিকা গ্রহণকারীদের মধ্যে ৯ হাজার ৮৪৩ জন পুরুষ এবং ৩ হাজার ২৭১ জন নারী।

মঙ্গলবার বিভাগের রাজশাহী জেলার ৯ উপজেলায় টিকা নিয়েছেন ১ হাজার ৮৯৮ জন। রাজশাহী মহানগরে এ দিন টিকা নিয়েছেন ১ হাজার ১৪০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪৬৪ জন, নাটোরে ১ হাজার ১৩৪ জন, নওগাঁয় ২ হাজার ৭৮৪ জন, পাবনায় ১ হাজার ৬১৮ জন, সিরাজগঞ্জে ১ হাজার ২৭৫ জন, বগুড়ায় ১ হাজার ৬৪০ জন এবং জয়পুরহাটে ১ হাজার ১৬১ জন টিকা নিয়েছেন।

মঙ্গলবার রামেক হাসপাতালে টিকা নিয়ে নূরন্নবী নামের একজন জানান, একটু আগেই টিকা নিয়েছি। কোন সমস্যা হচ্ছে না। রেজিস্ট্রেশন করে অল্প সময়ের মধ্যে টিকা পাবো ভাবতে পারিনি। হজরত আলী নামের একজন চালক বলেন, আমার স্যার গতকাল টিকা নিয়েছেন। আমিও রেজিস্ট্রেশন করে আজ টিকা নিলাম। কোন সমস্যা হয়নি। বিনা পয়সার এই টিকা পাচ্ছি। আমার অনেক ভালো লাগছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, যারা হাসপাতাল থেকে টিকা নিয়েছেন তাদের সবাই সুস্থ আছেন। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সবাই সুন্দর ভাবে টিকা নিচ্ছেন। টিকা প্রদান নিয়ে কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় দিনে সাত জনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। এরমধ্যে রয়েছেন নওগাঁর ৫ জন এবং বগুড়া ও জয়পুরহাটে একজন করে। কারও খুব বেশি কোন সমস্যা দেখা যায়নি। ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, অন্য টিকা দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সামান্য জ্বর, ব্যাথা, কাঁপুনি ইত্যাদি লক্ষণ দেখা যায়। টিকা প্রদানের দ্বিতীয় দিনে ৭ জনের মধ্যে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মতিহার বার্তা ডট কম: ০৯  ফেব্রয়ারি ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply