১ঘন্টা ৪৪ মিনিট ধরে খালি পায়ে বরফের ওপর হেঁটে বিশ্বরেকর্ড

১ঘন্টা ৪৪ মিনিট ধরে খালি পায়ে বরফের ওপর হেঁটে বিশ্বরেকর্ড

১ঘন্টা ৪৪ মিনিট ধরে খালি পায়ে বরফের ওপর হেঁটে বিশ্বরেকর্ড
১ঘন্টা ৪৪ মিনিট ধরে খালি পায়ে বরফের ওপর হেঁটে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক: কলকাতার ঠান্ডাতেই কেঁপে যাই আমরা। দার্জিলিংয়ে বরফ পড়লে পুলকিত হই। সিয়াচেনের জওয়ানদের দেখে গরম কফির কাপ হাতে বিমর্ষ মুখ করে বসে থাকি। কিন্তু কখনও বরফের সঙ্গে যুদ্ধ করে বিশ্বরেকর্ড করার কথা ভেবেছেন ? এই ব্যক্তি ঠিক সেটাই করেছেন। বরফের ওপর খালি পায়ে হেঁটেছেন ১ ঘন্টা ৪৪ মিনিট ধরে। তৈরি করেছেন নয়া বিশ্বরেকর্ড।

তাঁর এই বিশ্বরেকর্ড নিঃসন্দেহে অন্যদের উদ্দীপনা যোগাবে। কারণ এটা শুনতে সহজ লাগলেও, মোটেও সহজ কাজ নয়। নরওয়ের বাসিন্দা এই দৌড়বিদ ঘটিয়ে ফেলেছেন এমনই আশ্চর্য ঘটনা। বরফের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে নাম তুলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।

জোনাস ফেলডে সেভালড্রুড তৈরি করেছেন এই বিশ্ব রেকর্ড। ১ ঘন্টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ড ধরে তিনি প্রায় অর্ধেক ম্যারাথন দৌঁড়েছেন. তবে খালি পায়ে, তাও বরফের ওপর দিয়ে। সেভালড্রুড তাঁর এই যাত্রাপথ রেকর্ড করেছেন নিজেই ক্যামেরার সাহায্যে। এরপর সেটিকে ইউটিউবে ছড়িয়ে দেন। খুব স্বাভাবিকভাবেই দ্রুত দর্শকের মন জয় করে নেয় এই ভিডিও।

সেভেলড্রুড জানান ক্রিস্টোফার ম্যাকডোগালের লেখা বই বর্ন টু রান তাঁকে উৎসাহ দিয়েছে, সেখান থেকে এই রেকর্ড তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। তবে এটাও জানাচ্ছেন ফেলডে, যে বরফের ওপর দিয়ে হাঁটা বা দৌড়ানো খুব একটা কঠিন কাজ নয়। ডাচ অ্যাথলিট ইউম হফের রেকর্ড ভেঙেছেন সেভেলড্রুড। হফ বরফের ওপর হাফ ম্যারাথন ডৌঁড়েছিলেন ২ঘন্টা ১৬ মিনিট ৩৪ সেকেন্ডে। ২০০৭ সালে এই বিশ্বরেকর্ড করেন হফ।

সেভেলড্রুডের এই রেকর্ড এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুমোদন করেনি। তবে নিজের সাফল্য নিয়ে বেশ আশাবাদী এই দৌড়বিদ।

মতিহার বার্তা ডট কম: ০৯  ফেব্রয়ারি ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply