রাজশাহীতে কাউন্সিলরদের মধ্যে প্রথম টিকা নিলেন তৌহিদ সুমন

রাজশাহীতে কাউন্সিলরদের মধ্যে প্রথম টিকা নিলেন তৌহিদ সুমন

রাজশাহীতে কাউন্সিলরদের মধ্যে প্রথম টিকা নিলেন তৌহিদ সুমন
রাজশাহীতে কাউন্সিলরদের মধ্যে প্রথম টিকা নিলেন তৌহিদ সুমন

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীতে কাউন্সিলরদের মধ্যে প্রথম করোনার টিকা গ্রহণ করেছেন মহানগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) কেন্দ্রে এ করোনার টিকা গ্রহণ করেন।

এসময় উপিস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা।

টিকা গ্রহনের পর তিনি বলেন, টিকা নিয়ে এক শ্রেণির স্বার্থনেশি মহল গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

এ কারণে রাজশাহীতে কাউন্সিলরদের মধ্যে সবার আগে আমি টিকা নিয়ে প্রমাণ করে দিলাম, করোনা ভাইরাসের টিকা নিরাপদ।

তৌহিদুল হক সুমন বলেন,আমার কাছে এই ভ্যাকসিনটা অত্যন্ত নিরাপদ ও আমি কোনো কিছু অনুভব করিনি। কোন ব্যথাও অনুভব করিনি। ভ্যাকসিন নেওয়ার পরও আমার মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া নেই। ফলে ভ্যাকসিন নিয়ে যেসব গুজব ছড়িয়েছে তার অবসান হওয়া দরকার।

উল্লেখ্য,রাজশাহী নগরীর তিনটি কেন্দ্রে রোববার থেকে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। অন্য দুটি কেন্দ্র হলো বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল।
সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, রাজশাহীতে উপজেলা পর্যায়ে ১০টি কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু হয়েছে।

মতিহার বার্তা ডট কম: ১১  ফেব্রয়ারি ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply