টিকা নিতে রাজশাহীতে স্বতঃস্ফুর্তভাবে মানুষের উপস্থিত

টিকা নিতে রাজশাহীতে স্বতঃস্ফুর্তভাবে মানুষের উপস্থিত

টিকা নিতে রাজশাহীতে স্বতঃস্ফুর্তভাবে মানুষের উপস্থিত
টিকা নিতে রাজশাহীতে স্বতঃস্ফুর্তভাবে মানুষের উপস্থিত

নিজস্ব প্রতিবেদক : টিকা নিতে রাজশাহীতে স্বতঃস্ফুর্তভাবে ব্যাপক মানুষের উপস্থিত হতে দেখা গেছে। সকাল থেকেই অন্যদিনের চেয়ে রামেক হাসপাতালে টিকা নেয়ার উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা গেছে।

গতকাল বৃহস্পতিবার পঞ্চম দিনে রাজশাহী সিটি করপোরেশনে টিকা নিয়েছে মোট ২৮৪৯ জন। এ দিন মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছে মোট ২৩১৯ জন। পুলিশ লাইন হাসপতালে টিকা নিয়েছে মোট ৪৭০ জন ও সিএমএইচ হাসপাতালে টিকা নিয়েছে মোট ৬০ জন। রামেক হাসপাতালের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রামেক হাসপাতালে গিয়ে দেখা যায় টিকা নিতে মানুষের ব্যাপক উপস্থিতি। এই অল্প সময়ে মোট ৬ টি বুথে প্রায় ৬০০ জন নিবন্ধন করেছে আর টিকাগ্রহণ করেছে ৫০০ শতাধিক। এদিন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সাংবাদিক, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে টিকা নিতে। তবে সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে বয়স্ক মানুষ।

স্বাস্থ্যকর্মী শিমুল জানান, অন্যদিনের চেয়ে আজ আমাদের টার্গেটের বেশি টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার নিবন্ধন করেছে ২ হাজার মানুষ কিন্তু ২৩শ’র বেশি মানুষকে টিকা দিয়েছে আমরা। দিনে দিনে টিকা নেয়ার উপস্থিত অনেক বেশি হচ্ছে।

টিকা নিতে এসছে পিয়ারা বেগম (৫৫) তিনি জানান, তিনি জানান, একটু আগেই টিকা দিয়েছি। কোনো সমস্যা হয়নি। টিকা গ্রহণ করার পরে একটু বসেছিলাম পরে চিকিৎসকে জানিয়ে বাইরে চলে আসলাম।

মতিহার বার্তা ডট কম: ১২  ফেব্রয়ারি ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply