কাটাখাালী থানা প্রাঙ্গণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পালিত

কাটাখাালী থানা প্রাঙ্গণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পালিত

কাটাখাালী থানা প্রাঙ্গণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পালিত
কাটাখাালী থানা প্রাঙ্গণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কাটাখাালী থানা প্রাঙ্গণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতীয় দিবস হিসেবে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বিকেল ৩টায় কাটাখালি থানা পুলিশ ও কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীর উদ্যোগে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। এরপর একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত উপভোগ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

এরপর অনুষ্ঠানিক ভাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মতিহার ও কাটাখালি জোনের ডিসি বিভূতি ভুষণ ব্যানার্জি ও কাটাখালি পৌর মেয়র মোঃ আব্বাস আলী। বড় পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

দিবসটি উপলক্ষে প্রায় এক হাজার সাধারন মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরন করেন কাটাখালি থানা পুলিশ।

সভায় প্রধান অতিথি মতিহার ও কাটাখালি জোনের ডিসি বিভূতি ভুষণ ব্যানার্জি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশে এই প্রথম জাতীয় ভাবে পালিত হচ্ছে। রেসক্রোর্স ময়দানে ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। যা পরবর্তীতে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করা হয়েছে।

বিশেষ অতিথি মেয়র মোঃ আব্বাস আলী তার বক্তব্যে বলেন, কাটাখালি পৌরসভা হবে ডিজিটাল পৌরসভা। ভবিষ্যতে কাটাখালি পৌরসভাকে বিভিন্ন পৌর মেয়ররা দেখতে আসবেন। পুরো কাটাখালি পৌরসভাকে আগামী এক বছরের মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে সেই লক্ষ্যে পুলিশ কমিশনারের সহযোগিতা চান মেয়র।

মেয়র আরও বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কাটাখালি পৌরসভা এলাকা থেকে বিতাড়িত করা হবে। সেই লক্ষ্যে বাড়িতে বসেই সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এক বছরের মধ্যে কাটাখালি পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, শফিউল আলম রতন (চেয়ারম্যান) ইউসুফপুর ইউনিয়ন, মোতাহার হোসেন পবা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক, হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম বাচ্চু প্রমুখ।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply