রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -৩

রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -৩

রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -৩
রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -৩

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন ও গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে (মহানগর গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর উপকন্ঠ কাটাখালী থানাধিন কুখন্ডি সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ মোসাঃ মাহমুদা খাতুন (২১) ও মাঃ জামাল উদ্দিন(৩৫)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাহমুদা খাতুন নগরীর কাটাখালী থানাধিন কুখন্ডি সোনারপাড়া গ্রামের মোঃ আঃ সাত্তারের স্ত্রী ও জামাল উদ্দিন একই গ্রামের মৃত আঃ করিমের ছেলে।

একই দিনে অপর এক অভিযানে কাটাখালী থানাধিন কিসমত কুখন্ডি এলাকার অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাসহ জব্দ করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো: বোয়ালিয়া মডেল থানাধিন হেতেম খাঁ গ্রামের মোঃ তারেকের ছেলে মোঃ সাইহানুর রহমান ওরফে জজ (৩৫)।
আরএমপি সূত্রে জানা যায়, মোঃ সাইহানুর রহমান ওরফে জজের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply