শিলাবৃষ্টিতে আম-মসুর-গমের ক্ষতির আশঙ্কা রাজশাহীতে

শিলাবৃষ্টিতে আম-মসুর-গমের ক্ষতির আশঙ্কা রাজশাহীতে

শিলাবৃষ্টিতে আম-মসুর-গমের ক্ষতির আশঙ্কা রাজশাহীতে
শিলাবৃষ্টিতে আম-মসুর-গমের ক্ষতির আশঙ্কা রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কিছু এলাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। এতে আম-মসুর-গমের কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

গতকাল শনিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি রাজশাহীতে। বেলা একটার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।

নগরীতে নামমাত্র বৃষ্টি হলেও নগরীর উপকন্ঠ পবার নওহাটা, দারুশা, দামকুড়া, পারিলা এলাকায় পড়ে শিলাবৃষ্টি। এসময় বৃষ্টি হয় প্রায় ২০ মিনিট। সর্বোচ্চ মার্বেল সাইজের শিলা পড়ে ৮/৯ মিনিট। এতে আম-মসুর- গমের কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

কৃষিবিদরা বলছেন, নগরীর উপকন্ঠে হালকা শিলাবৃষ্টি হয়েছে। এতে আম-মসুর- গমের কিছুটা ক্ষতি হতে পারে।

তবে রোববার আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠলে তেমন ক্ষতি হবেনা।

এরআগে শনিবার বিকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। আবহাওয়া অফিস জানায় বিকাল ৪টায় ঢাকায় বৃষ্টিপাত শুরু হয়। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

রোববার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply