পুঠিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পুঠিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ পালন করা হয়।

আজ (১৫ মার্চ) সোমবার সকাল সাড়ে ১১টায় দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ্ পিএএ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

এ সময় বক্তারা, পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন ও আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। একই সাথে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply