শিক্ষকের বাড়িতে কলসভর্তি প্রাচীন মুদ্রা উদ্ধার

শিক্ষকের বাড়িতে কলসভর্তি প্রাচীন মুদ্রা উদ্ধার

শিক্ষকের বাড়িতে কলসভর্তি প্রাচীন মুদ্রা উদ্ধার
শিক্ষকের বাড়িতে কলসভর্তি প্রাচীন মুদ্রা উদ্ধার

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় স্কুল শিক্ষক কেশব চন্দ্র বর্মণের বাড়ি থেকে ১৪৩টি প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ি থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয় বলে জানান রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।

কেশব চন্দ্র বর্মণ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ওসি চিত্তরঞ্জন রায় জানান, ‘স্কুল শিক্ষক কেশব চন্দ্র বর্মণের বাড়ির ভেতরে বাথরুমের ট্যাংক বসানোর জন্য মাটি খনন করছিল কয়েকজন শ্রমিক। মাটি খননের এক পর্যায়ে ঢাকনিযুক্ত একটি পিতলের কলস দেখতে পান তারা। এসময় শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মণ ওই কলসটি খুলে তার ভেতর মুদ্রা দেখতে পান। পরে মুদ্রা ও পিতলের কলসটি স্কুল শিক্ষক কেশব চন্দ্র বর্মণের কাছে হস্তান্তর করে শ্রমিকরা।’

শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মণ কথায়, ‘মাটি খননের কাজ করার সময় ঢাকনিযুক্ত পিতলের একটি কলসটি পাওয়া যায়। কলসটির ভেতরে অনেকগুলো প্রাচীন মুদ্রা ছিল। পরে সেটি স্কুল শিক্ষকের কাছে দেওয়া হয়। কলসটির ওজন ছিল কমপক্ষে ৩ থেকে ৪ কেজি।’

এ বিষয়ে কথা বলার জন্য স্কুল শিক্ষক কেশব চন্দ্র বর্মণের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ওসি চিত্তরঞ্জন রায়ের ভাষ্য, ‘মনে হচ্ছে মুদ্রাগুলো দস্তা, ধাতব ও রুপা মিশ্রিত। মুদ্রার উভয় পিঠে ফারসি, ইংরেজি ভাষা লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মোগল বা সুলতানি আমলের মুদ্রা। উদ্ধারকৃত প্রাচীন মুদ্রাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হস্তান্তর করা হবে। অধিকার

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply