নিখোঁজের এক বছর পর এক ব্যাক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র‌্যাব

নিখোঁজের এক বছর পর এক ব্যাক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র‌্যাব

নিখোঁজের এক বছর পর এক ব্যাক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র‌্যাব-১২
নিখোঁজের এক বছর পর এক ব্যাক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র‌্যাব-১২

স্টাফ রিপোর্টার: নওগাঁ থেকে শ্রী মুন্টু চন্দ্র (৫৪) নামের এক ব্যক্তিকে নিখোজের এক বছর পর র‌্যাব-১২ এর আভিযানিক দলের আপরান চেষ্টায় তাকে ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে তার পরিবারের কাছে।

র‌্যাব জানায়, গতকাল রাত ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাই স্কুল মাঠে খোলা আকাশের নিচে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে র‌্যাব-১২ এর টহল দল।

পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের হেফাজতে নিয়ে আসা হয়।  তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম ঠিকানা কিছুই বলতে না পারায়, পরবর্তীতে মোবাইলে তার ছবি তুলে ফেইসবুকে আপলোড করা হয়, এবং যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া হয়।

ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হলে, তার আত্বীয় স্বজন ফেইসবুকে তার ছবি দেখে তাকে চিনতে পারে এবং উক্ত মোবাইল নাম্বরে যোগাযোগ করলে তাদেরকে প্রয়োজনীয় (জন্ম সনদ, জিডি কপি) সহ র‌্যাব-১২ তে আসতে বলা হয়। প্রমানাদি সত্যতা পাওয়ায় উক্ত ব্যাক্তিকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ধরণের মানবিক ও জনকল্যান মূলক কাজ সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply