রাজশাহীর পাঁচ মেয়র ও এক উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

রাজশাহীর পাঁচ মেয়র ও এক উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

রাজশাহীর পাঁচ মেয়র ও এক উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ
রাজশাহীর পাঁচ মেয়র ও এক উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : শপথ গ্রহণ করেছেন রাজশাহী বিভাগের পাঁচ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া শপথ গ্রহণ করেছেন পাঁচ পৌরসভার ৫৮ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৯ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এসব জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।

বিভাগীয় কমিশনার প্রথমে রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীকে শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি রাজশাহীর চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক ও দুর্গাপুরের তোফাজ্জল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আব্দুর রশিদ, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা এবং জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করান।

পরবর্তীতে পাঁচ পৌরসভার সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শপথ করানো হয়। এ সময় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. জিয়াউল হক ও উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।

গত ২৮ জানুয়ারি পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে রাজশাহী বিভাগের এ পাঁচ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান মারা গেলে আসনটি শূন্য হয়।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply