রাজশাহীতে তৈরি,আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ পলিথিনে সয়লাব, নিরব প্রশাসন

রাজশাহীতে তৈরি,আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ পলিথিনে সয়লাব, নিরব প্রশাসন

রাজশাহীতে তৈরি,আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ পলিথিনে সয়লাব, নিরব প্রশাসন
রাজশাহীতে তৈরি,আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ পলিথিনে সয়লাব, নিরব প্রশাসন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাজারে নিষিদ্ধ (পচনশীল নয়) এমন পলিথিন বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে নগরীর সাহেব বাজার এস এস প্লাজা ও শাহাদত প্লাজা এ ২ টি মার্কেটে সরেজমিনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আফিয়া ট্রেডার্স ও জিয়া শপিং স্টোরে গিয়ে দেখা যায় দোকানের সামনে নিষিদ্ধ পলিথিন সাজিয়ে রেখে বিক্রি হচ্ছে। সরকারিভাবে নিষিদ্ধ হলেও তা মানছেন না এই দোকানিরা।

নিষিদ্ধ পলিথিন বিক্রির বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, আফিয়া ট্রেডার্সৈর প্রোপাইটর মো: ইমতিয়াজ আলম (পাপ্পু) জানাই, নিষিদ্ধ জেনেও ব্যবসা করছি প্রশাসনের সহযোগিতায়। পুলিশ প্রশাসন আমাদের মত নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেয়। পুলিশ প্রশাসন প্রতি মাসে টাকা নিয়ে আমাদেরকে ব্যবসা করতে সহযোগিতা করে। বোয়ালিয়া, রাজপাড়া, ও শাহমুকদুম থানার পুলিশ আমাদের কাছ থেকে প্রতি মাসে টাকা নেই বলেও জানান দোকানি পাপ্পু। বগুড়া ও ঢাকা থেকে এই নিষিদ্ধ পলিথিন আমদানি করে খুচরা ও পাইকারি বিক্রি করি। দোকানি পাপ্পুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ক্লিপ সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা পারভিন (ডিডি)কে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, নিষিদ্ধ পলিথিন কোনভাবেই বাজারজাত হতে পারে না।আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। তথ্য দিয়ে সহযোগিতা করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply