রাজশাহীতে গাঁজা চাষের অভিযোগে কৃষকলীগ নেতা বহিষ্কার

রাজশাহীতে গাঁজা চাষের অভিযোগে কৃষকলীগ নেতা বহিষ্কার

রাজশাহীতে গাঁজা চাষের অভিযোগে কৃষকলীগ নেতা বহিষ্কার
রাজশাহীতে গাঁজা চাষের অভিযোগে কৃষকলীগ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় পেঁয়াজ খেতে গাঁজা চাষের অপরাধে উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কাসেম আলীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, মাহাবুর রহমান বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় দলের প্রভাব খাটিয়ে পেঁয়াজ খেতে গাঁজা চাষসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলো।

পেঁয়াজ খেতে গাঁজা চাষের অপরাধে বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলাও হয়েছে। সেই মামলায় মাহাবুর রহমান পলাতক থাকলেও তার ছেলে কলেজ ছাত্র সাগরকে (১৯) পুলিশ গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে।

এ কারণে বৃহস্পতিবার দুপুরে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মাহাবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply