বায়া বাজারে মুসল্লিদের নিকট সমাজকে মাদকমুক্ত করার সহযোগিতা চাইলেন উপ-পুলিশ কমিশনার

বায়া বাজারে মুসল্লিদের নিকট সমাজকে মাদকমুক্ত করার সহযোগিতা চাইলেন উপ-পুলিশ কমিশনার

বায়া বাজারে মুসল্লিদের নিকট সমাজকে মাদকমুক্ত করার সহযোগিতা চাইলেন উপ-পুলিশ কমিশনার
বায়া বাজারে মুসল্লিদের নিকট সমাজকে মাদকমুক্ত করার সহযোগিতা চাইলেন উপ-পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের খুতবার সময় নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম মুসল্লীদের উদ্দেশ্য বলেন, মাদকমুক্ত জীবন গড়ে সুস্থ ও সুন্দর জীবন যাপনই সবার কাম্য। তাই আসুন মাদককে এড়িয়ে চলি, মাদকমুক্ত সমাজ গঠনে সকলে এগিয়ে আসি।

এ সময় তিনি বলেন, মাদক এক ভয়াবহ ব্যাধি। এমন কোনো অপকর্ম নেই যে, যারা মাদক গ্রহণে অভ্যস্ত, তারা তা করতে পারে না। মাদকাসক্ত ব্যক্তি কখনো পেটের ক্ষুধা নিয়ে ভাবে না বরং মাদক গ্রহণ করতে পারলো কিনা সেটিই হয়ে ওঠে তাদের নিকট মুল বিষয়। যার কারণে মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে নেশাগ্রস্ত ব্যক্তিরা চুরি, ছিনতাইসহ নানা রকম সামাজিক অপরাধে নিয়োজিত হতে বিন্দুমাত্র চিন্তা করে না। এমনকি মাদকের টাকার জন্য কাউকে খুন করতেও তাদের হাত কাঁপে না।

তাদের উদ্দেশ্য একটাই যে কোনো কিছুর বিনিময়ে তাদের মাদক পেতেই হবে। মাদক সেবন করতেই হবে। আর এভাবেই মাদকের প্রভাবে বেড়ে চলেছে সামাজিক বিশৃঙ্খ্ক্ষলাসহ নানাবিধ জটিল সমস্যা। তাই আসুন পুলিশ জনতা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ থেকে মাদকমুক্ত করি।

এসময় এয়ারপোর্ট থানার নবগত অফিসার ইন্চার্জ (ওসি) মশিউর রহমান মুসল্লীদের সাথে পরিচয় হোন এবং সকলের নিকট সহযোগিতা চান।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply