মিজান হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন প্রধান আসামি মাধব

মিজান হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন প্রধান আসামি মাধব

মিজান হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন প্রধান আসামি মাধব
মিজান হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন প্রধান আসামি মাধব

স্টাফ রিপোর্টার : রাজশাহীর আনসার সদস্য মিজানুর রহমান মিজান (৩০) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন প্রধান আসামি মাধব কুমার সরকার (৩৮)।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) বিকালে তিনি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক সাইফুল ইসলামের কাছে জবানবন্দী দেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, জবানবন্দী দেয়া শেষ হলে আদালত আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।

আসামি মাধব কুমার সরকার নগরীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা। নিহত মিজানের বাড়িও একই এলাকায়। তিনি আনসার-ভিডিপিতে চাকরি করতেন। আনসারের হ্যান্ডবল দলের খেলোয়াড় ছিলেন তিনি। টুর্নামেন্ট শেষে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। গত ১০ এপ্রিল রাতে তাঁকে ছুরিকাঘাত করেন বন্ধু মাধব। এরপর তাঁকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। মাধব কুমার সরকার ছাড়া অন্য দুজন হলেন- তাঁর ভাই যাদব কুমার সরকার (৩২) ও চাচাতো ভাই মিলন কুমার সরকার (২৮)। এরা দুজন পলাতক।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply