রাজশাহীতে আমের হাটগুলোতে বছরের প্রথম পাওয়া যাচ্ছে গোপালভোগ

রাজশাহীতে আমের হাটগুলোতে বছরের প্রথম পাওয়া যাচ্ছে গোপালভোগ

রাজশাহীতে আমের হাটগুলোতে বছরের প্রথম পাওয়া যাচ্ছে গোপালভোগ
রাজশাহীতে আমের হাটগুলোতে বছরের প্রথম পাওয়া যাচ্ছে গোপালভোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে গুটি আমের পাশাপাশি সুমিষ্ট রসালো গোপালভোগ আম যুক্ত হয়েছে। তবে অল্প পরিমাণে এই আম এসেছে হাটে। পাইকার কম থাকায় গোপালভোগের দামও কমে বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন আর কয়েকদিনে মধ্যেই পুরোদমে জমে উঠবে আমের হাট। রাজশাহীতে গোপালভোগ আম বৃহস্পতিবার (২০ মে) গাছ থেকে পাড়ার সময়সীমা নির্ধারণ করে দেয় প্রশাসন।

ক্রেতা ও পাইকার কম থাকায় হাটে গোপালভোগের দাম কম ছিলো। প্রতিমণ গোপালভোগ আম ১৬ শ থেকে ১৮শ টাকা বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বানেশ্বর হাটে মোট ২৪০ টি আড়ৎ আছে সেখানে এখন পর্যন্ত ১০ থেকে ১২ টি আড়ৎ খুলেছে। আরো ৫ থেকে ৭ দিন পরে হাটে আড়ৎগুলো খুললে আমের বাজার জমজমাট হয়ে উঠেবে। গতকালও শুধু গুটি ও আচারের আম গুলো বেশি উঠেছে। হাতে গোনা কয়েকটি ভ্যানে গোপালভোগ আম দেখা গেছে।

এদিকে গত ১৫ মে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষিরা। বাজারে বিকিকিনি চলছে গুটি জাতের আম। তবে এসব আমের চাহিদা কম। উন্নত ও সুমিষ্ট আমের প্রতীক্ষায় ছিলো ভোক্তারা। সেই প্রতীক্ষার পালা শেষ। বানেশ্বর বাজারের পাইকার ব্যবসায়ী শাপলা এন্টারপ্রাইজের মালিক তাজুল ইসলাম জানান, গত ১৫ তারিখ থেকে গুটি জাতের আম গুলো উঠছে। বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১৫শ’ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার হাতে গোনা কয়েকটি ভ্যানে গোপালভোগ উঠেছে। পাইকার কম থাকায় কম দামে বিক্রি হয়েছে। ছোট গোপালভোগ ১৩শ আর বড় সাইজের গুলো ১৬শ থেকে ১৮শ টাকা মণে বিক্রি হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply