পুঠিয়ায় পাঁকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ লক্ষ টাকা জরিমানা

পুঠিয়ায় পাঁকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ লক্ষ টাকা জরিমানা

পুঠিয়ায় পাঁকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ লক্ষ টাকা জরিমানা
পুঠিয়ায় পাঁকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (২১ মে) বিকালে শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকায় সরোজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাস, পিএএ।

এ সময় উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে মিনি বিশ্বরোডে মাটি ফেলে কর্দমাক্ত করে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ৩ টি মামলায় ২ লক্ষ টাকা করে ৩ জনকে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরা হলেন- উপজেলার খোকসা গ্রামের মৃত হাসেমের ছেলে নাহিদ ইসলাম (৩২), বনকুড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), ও খোকসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও পাকা রাস্তা নষ্ট করে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply