রাজশাহীতে ভারী বর্ষণ, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি নগরবাসীর

রাজশাহীতে ভারী বর্ষণ, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি নগরবাসীর

রাজশাহীতে ভারী বর্ষণ, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি নগরবাসীর
রাজশাহীতে ভারী বর্ষণ, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি নগরবাসীর

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গতকাল মঙ্গলবার সকালে আকাশ রোদ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এদিন সকাল ১১টা থেকে ১১টা ৮মিনিট পর্যন্ত বৃষ্টি হয়। এরপর বিকেল ৪টা ১০ মিনিটি থেকে বিকেল ৬টা পর্যন্ত ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক এসএম রেজাওয়ানূল হক জানায়, এটি ভারী বর্ষণ। কম সময়ের মধ্যে এত বৃষ্টি অনেক দিন হয়নি। ৬টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৫.২ মিলিমিটার বৃষ্টি। তখনো বৃষ্টি থামেনি।

এই বৃষ্টির প্রভাবে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, গণকপাড়া, বোয়ালিয়া থানা মোড়, উপশহর, শালবাগান পলিটেকনিক, বর্ণালী মোড়, টিকাপাড়া, তালাইমারি, অকট্রয় মোড়সহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। শুরু হয় বিদ্যুতেরও বিভ্রাট। এর আগে দুপুর পৌনে দুইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply