রামেকে করোনা উপসর্গে নিয়ে ৭ জনের মৃত্যু

রামেকে করোনা উপসর্গে নিয়ে ৭ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৮
রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৮

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭জন রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুইজন ও কেবিনসহ করোনা ওয়ার্ডে বাকি চারজনের মৃত্যু হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, মৃত ৭ জনের মধ্যে করোনা সংক্রমণে মারা গেছে তিনজন। এদের মধ্যে দুজন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর পর সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার দুপর ১২টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৯১ জন রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। উপসর্গ রয়েছে বাকি ১৩১ জনের। এদের সবাই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বর্তমানে ১২ জন করোনা রোগী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply