মাস্ক না পরায় বানেশ্বর আম বাজারে ১৯ জনকে জরিমানা

মাস্ক না পরায় বানেশ্বর আম বাজারে ১৯ জনকে জরিমানা

মাস্ক না পরায় বানেশ্বর আম বাজারে ১৯ জনকে জরিমানা
মাস্ক না পরায় বানেশ্বর আম বাজারে ১৯ জনকে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : মাস্ক না পরার অপরাধে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট এলাকায় ১৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনেকে আবার আদালত চলে যাওয়ার পর মাস্ক খুলে ফেলেন।

রোববার (৩০ মে) শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এই অর্থদণ্ড আদায় করেন।

অভিযানের সময় ১৯টি মামলা করা হয়। এসব মামলায় ১১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের পাশাপাশি অসচ্ছল ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. রুমানা আফরোজ। এ সময় তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মাস্ক পরাবিষয়ক সচেতনতা বাড়ানো। মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে উল্লেখ করে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে এসে বেশির ভাগ সময় মানুষকে মাস্ক পরা অবস্থায় পেয়েছি। অভিযানের কারণে বা সচেতনতার কারণে মানুষ মাস্ক পরছে-এটা হতে পারে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। এতে মাস্ক পরার হার বেড়েছে।

আদালত বলেন, ‘আপনার নিজের ও সবার সুরক্ষার জন্য মুখে মাস্ক পরে থাকতে হবে।’এ সময় সেখানে পথচারী, দোকানদার, ব্যবসায়ীদের মাস্ক না পরার অপরাধে অর্থদণ্ড দেওয়া হয় এবং অপরাধের মাত্রা অনুযায়ী সতর্ক করা হয়।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply