রাজশাহীতে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করলো পুলিশ

রাজশাহীতে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করলো পুলিশ

রাজশাহীতে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করলো পুলিশ
রাজশাহীতে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী সানজিদা (১১) নামের এক শিশুকে উদ্ধার করেছে তার মা এর নিকট হস্তান্তর করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১০টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে কাশিয়াডাঙ্গা থানার ওসি মোঃ এম এ মাসুদ পারভেজ, এসআই মোঃ তাজউদ্দিন আহম্মেদ ও সঙ্গীয়।

এরপর রোববার দুপুরে শিশু সানজিদাকে তার মা মোসাঃ ফারজানা হক তিথির কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, গত (২৮ মে) সন্ধ্যা ৬টায় বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে সানজিদা হক নিঝুম চাপাল গোদাগাড়ী থেকে তার দাদার বাড়িতে যাচ্ছিলো। পথে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধিন হারুপুর গ্রামে হারিয়ে যায়। এরপর তার আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় নিখোঁজ জিডি করেন।

এদিকে, মেয়েকে ফিরে পাওয়ায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন সানজিদার মা মোসাঃ ফারজানা হক।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply