পলাতক করোনা রোগী পুনরায় ফিরলেন আইসোলেশনে

পলাতক করোনা রোগী পুনরায় ফিরলেন আইসোলেশনে

পলাতক করোনা রোগী পুনরায় ফিরলেন আইসোলেশনে
পলাতক করোনা রোগী পুনরায় ফিরলেন আইসোলেশনে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গিয়েছিলেন আঙ্গুরা বেগম (৫৫) নামের এক নারী।

গত সোমবারে ‘করোনা পজিটিভ রোগী আঙ্গুরা বেগম আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়ে যান। গতকাল মঙ্গলবার তাকে করোনার বিষয়টি বুঝিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল ইসলাম রবিন। তিনি বলেন, সোমবার ওই নারীর করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ আসে। এই খবর জানতে পেয়ে সন্ধ্যার দিকে আইসোলেশন সেন্টার থেকে কাউকে কিছু না বলেই তিনি পালিয়ে যান।

এ ব্যপারে আঙ্গুরা বেগমের পরিবারের সদস্যরা জানান, তিনি বৃদ্ধ মানুষ। করোনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। করোনার কথা শুনে তাকে উপজেলার আইসোলেশনে রাখা হলে তিনি কাউকে না বলেই আবার বাড়ি ফিরে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বাড়িতে এসে তাকে এ বিষয়ে বোঝানোর পর তিনি আবার আইসোলেশনে ফিরে যান।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply